অদ্ভুতুড়ে বইঘর পড়ে বেশ ভালো লেগেছিল। ফ্যান্টাসি ধারার সাথে শিশুতোষ গল্প দারুণ লেগেছিল। নিশ্চিন্তপুরের মামা-ভাগ্নের জুটিকে নতুন কোন রহস্য সমাধানে দেখার ইচ্ছেও ছিল। সেজন্যেই ❛অদ্ভুতুড়ে অতিথি❜ নিয়ে নেয়া।
লেখক শরীফুল হাসানের লেখা তো বরাবরই ভালো লাগে আশা করছি নতুন বইতেও সেটা অব্যাহত থাকবে।
ব্যাক্তিগত মতামত: অন্যধারা প্রকাশনীর বই বাঁধাইয়ের মান খুবই ভালো। তবে, অদ্ভুতুড়ে অতিথি বইটার প্রোডাকশন অদ্ভুতুড়ে বইঘর থেকে কিছুটা ডাউন মনে হয়েছে আমার কাছে।
বই: অদ্ভুতুড়ে অতিথি
লেখক: শরীফুল হাসান
মুদ্রিত মূল্য: ৩৬০ টাকা
Leave a comment