আপনি কী জানেন ফেসবুকে লেখালেখি করেও উপার্জন করা যায়?
বলছিলাম কনটেন্ট রাইটিং বা ব্লগে লেখালেখির কথা। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় সময়ই প্রয়োজন হয় ফিচার-ব্লগ রাইটারের। কমার্সিয়াল প্রতিষ্ঠানগুলোও খোঁজ করেন কনটেন্ট রাইটারের। বিজ্ঞাপন দেওয়ার পর আবেদন করে অসংখ্য লোক। আবেদনকারী অনেকেরই থাকে টুকটাক লেখালেখির যোগ্যতাও। কিন্তু তারপরও এতো এতো আবেদনকারীর মধ্য থেকে ২-৩ জন যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যায়। কারণ, অনেকেই জানেনা ফিচার কী, ব্লগ কাকে বলে, কীভাবে করতে হয় কন্টেন্ট রাইটিং? অথচ একটু দিকনির্দেশনা পেলে সবাই হয়ে উঠতে পারেন যোগ্যপ্রার্থী। লেখালেখিই হতে পারে তাদের ক্যারিয়ারের মূল মাধ্যম। কাজ করতে পারেন দেশ এবং দেশের বাহিরের মার্কেটপ্লেস গুলোতেও।
এই বইটিতে ফিচার, ব্লগ ও কন্টেন্ট রাইটিং এর খুঁটিনাটি সকল বিষয় খুব গোছালোভাবে আলোচনা করা হয়েছে। তুলে ধরা হয়েছে আয় করার মাধ্যমগুলিও। আপনি যদি লেখালেখির গুণে আয় করতে চান, গড়ে তুলতে চান স্মার্ট ক্যারিয়ার- তাহলে বইটি আপনার জন্যই।
Leave a comment