বইঃ- আমাজনিয়া
লেখকঃ- জেমস রোলিন্স
অনুবাদকঃ- রাকিব হাসান
জনরাঃ- রহস্য/এডভেঞ্জার
প্রথম প্রকাশঃ- সেপ্টেম্বর ২০১৪
প্রকাশনীঃ- বাতিঘর প্রকাশনী
মূল্যঃ- ৪৪০টাকা
পৃষ্ঠাঃ- ৪১৫
ব্যাক্তিগত মতামতঃ—
আমার পড়া জেমস রোলিন্স এর প্রথম বই ❝আমাজনিয়া❞।
পড়তে গিয়ে মুগ্ধ হয়েছি, এক একটি ধাপে মনে হয়েছে নিজেই সেখানে উপস্থিত আছি। পরিপার্শিক বিষয় গুলোকে এতো দারুণ ভাবে বর্ণনা করেছেন লেখক যেটি বলার মতো কিছু রাখেনা। প্রথম দিকে একটু স্লো লেগেছে গল্প তবে পরবর্তীতে যেভাবে শুরু হয়েছে এক একটি ঘটনা, জাস্ট পড়ে গিয়েছি শুধু। আমাজনিয়ার বুকে লুকিয়ে থাকা অসাধারণ রুদ্ধশ্বাস কিছু পড়তে চাইলে এই বই জমে যাবে নির্দ্বিধায়। বইটি পড়ে লেখকের পরবর্তী বইগুলো পড়ার ইচ্ছে বৃদ্ধি পেয়েছে। আমাজন নিয়ে জানার খুব আগ্রহ থেকেই নিয়েছিলাম বইটি এবং পড়ে মনে হচ্ছে এই বই আরো আগে পড়া উচিত ছিলো৷ রহস্য এডভেঞ্জার বিষয়ক রুদ্ধশ্বাস কিছু পড়তে চাইলে পড়ে দেখতে পারেন বইটি।
অনুবাদ খুব ভালো লেগেছে, একেবারে ঝরঝরা। ধন্যবাদ রাকিব হাসান ভাইকে এমন দারুণ একটি বই পাঠকের হাতে তুলে দেয়ার জন্য।
বিঃদ্রঃ রিভিউ ভালো লিখতে পারিনা, ভুর কিছু চোখে পড়লে নিজ গুনে ক্ষমা করবেন। 🥰 – তামিম খন্দকার
Leave a comment