আমার ঘুম আমার ইবাদত – Amar Ghum Amar Ibadot

ঘুমিয়ে ঘুমিয়ে সাওয়াব!

একদিন প্রখ্যাত সাহাবী মুয়াজ ইবনু জাবাল (রাদ্বি.) কথা বলছিলেন আবূ মুসা আশআরি (রাদ্বি.)-এর সঙ্গে। তাকে কথা প্রসঙ্গে বললেন, ‘আমি তো আমার ঘুম থেকেও সাওয়াবের আশা রাখি! যেমন সাওয়াবের প্রত্যাশা করি আমার নামাজ, আমার রোজা, তাবৎ ইবাদত থেকে।’

সুবহানাল্লাহ! আমরা তো মনে করি আমাদের ঘুম কেবল শরীরের ক্লান্তিনিবারক। কিন্তু দেখুন, সাহাবায়ে কেরাম ঘুমকে কোন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতেন! তাদের ঘুম তো ক্লান্তিনিবারক ছিলই, সঙ্গে তারা এটাকে ইবাদতও মনে করতেন। কিন্তু আমরা এটা কি জানি, ঘুম কখন ইবাদত হয়? কেমন হয়—যদি আমাদের এই ঘুমও ইবাদত হয়? যদি হয় পরকালে নেকির পাল্লা ভারী করার মাধ্যম?

‘আমার ঘুম আমার ইবাদত’ বইটি এই বিষয়েই চমৎকার একটি রচনা।

২৮% ছাড়ের এই বইটি পাবেন এখন ৪৫% ছাড়ে
অফারটি চলবে ১৩ই আগস্ট পর্যন্ত।

Leave a Reply 0

Your email address will not be published. Required fields are marked *