বইঃ আরশিনগর
লেখকঃ সাদাত হোসাইন
পৃষ্ঠাঃ ২৭২
মূল্যঃ ৫০০/-
‘আরশিনগর’ বইটা আরশি নামের এক মা হারা মেয়ের বেড়ে ওঠার গল্প।
আরশি জন্মের কিছুক্ষণ পরেই মা কে হারায়। তার চোখ আয়নার মতো স্বচ্ছ বলে মা তার নাম দেন আরশি। তাকে জন্ম দিতে গিয়েই মূলত তার মায়ের মৃত্যু। এরপর সে বেড়ে ওঠে তার দাদি এবং বাবার কাছে। কয়েক বছর পরেই ঘরে আসে সৎমা। কিছুদিন ভালো কাটলেও তারপরেই তার জীবনে নেমে আসে বিপর্যয়। সৎমার কোল জুড়ে নতুন সন্তানের আগমনে সৎমা আর আরশিকে সহ্য করতে পারে না। বাবাও কিছুদিনের মধ্যে ডাকাত দলের আক্রমণে পুরোপুরি পঙ্গু হয়ে যায়। এরই মধ্যে এক রাতে আরশির দাদিও মারা যায়৷ কতই বা বয়স হবে তখন!! ৮/৯.. এরপর আরশির দিনগুলো ঠিক কীভাবে কাটছিলো তার বর্ণনা রয়েছে এ বইটিতে।
বইটি আমাকে মুগ্ধ করেছে। হৃদয়স্পর্শী একটা গল্প। আরশির ও তার বাবার চরিত্র পড়তে গিয়ে চোখের জল ধরে রাখতে পারিনি।
লেখককে নিয়ে কিছু কথাঃ
………………………………..
সাদাত হোসাইনের লেখাগুলো বার বারই আমাকে টানে। এত সুন্দরভাবে তিনি আবেগগুলো ফুটিয়ে তোলেন যেন মনের গভীর থেকে সেগুলো অনুভব করতে পারি। আরশিনগরেও তিনি খুব সুন্দরভাবে মানুষের আবেগ-অনুভূতি ফুটিয়ে তুলেছেন।
বই থেকে কয়েক লাইনঃ
………………………………..
আরশির হঠাৎ মনে হলো, এই জগতে কেউ কাউকে চেনে না। এই জগৎ আয়নার মতো। উল্টোজগৎ। এখানে সবকিছু উল্টো।
এই জগতের নাম আসলে আরশিনগর।
Leave a comment