আল্লাহর ভালোবাসা লাভের ১০টি উপায়
ইবনুল কাইয়িম (রহ.) আল্লাহর মুহাব্বত লাভের ১০টি উপায় আলোচনা করেছেন। সংক্ষেপে এখানে সেগুলো তুলে ধরছি :
.
১. অর্থ বুঝে তাদাব্বুরের সাথে কুরআন কারীম তিলাওয়াত করা।
২. ফরয আমলের পর নফল ইবাদাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা।
৩. জিহ্বা ও অন্তরে সবসময় আল্লাহর যিকর করতে থাকা।
৪. প্রবৃত্তির গোলামি না-করে আল্লাহর মুহাব্বতকে অগ্রগামী করা।
৫. আল্লাহর নামসমূহ ও গুণাবলি অন্তরে জপতে থাকা।
৬. সৃষ্টিজগতের মাঝে আল্লাহর অপার কুদরত, দয়া, প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামাতসমূহ অবলোকন করা।
৭. অত্যন্ত বিনয় ও দুর্বলচিত্ত নিয়ে আল্লাহর দরবারে হাজির হওয়া।
৮. খুবই একাগ্রতার সাথে, একাকী হয়ে আল্লাহর মুনাজাতে লিপ্ত হওয়া, কুরআন তিলাওয়াত করা।
৯. নেককার, সৎ বান্দাদের সংশ্রব গ্রহণ করা, তাদের সাথে উঠা-বসা করা।
১০. বান্দার অন্তর ও আল্লাহর মাঝে ব্যঘাত সৃষ্টি করে এমন প্রত্যেক কাজ থেকে বিরত থাকা।
.
‘তাদাব্বুর ফিল হাদীস’ বই থেকে নেওয়া
.
বইটি পাওয়া যাচ্ছে ৩৭% ছাড়ে!
Leave a comment