নামঃ আল্লাহর সৈনিক
লেখকঃ ড. মিসকিন হেজাযী
অনুবাদঃ মুহম্মদ মহিউদ্দিন
পরশমনি প্রকাশন।
ছোটবেলায় আলিফ লায়লা কিংবা ইরানি কোন সিরিয়ালের কল্যানে কোহেকাফ নামটা খুবই পরিচিত ছিল। জায়গাটার আসল নাম কাফকাজ ইংরেজিতে বলে ককেশাশ। ককেশাশ পাহাড়ের পাদদেশে অবস্থিত বসনিয়া, কসোভো, সার্বিয়া।
ককেশাশ অঞ্চলের স্বাধীনতাপ্রিয় মানুষের জন্য এক নিঃসীম প্রেরণার আধার, এক অবিনাশী শক্তি ইমাম শামিল। ততকালীন পৃথিবীর শ্রেষ্ঠ রাজশক্তি, ক্ষমতালোলুপ আগ্রাসী রুশ জারের আধুনিক সমরায়োজনের মোকাবেলায় প্রায় অর্ধ শতাব্দী যুদ্ধ পরিচালনা করেন তিনি।
বইটি মূলত ইমাম শামিলের সংগ্রামী জীবনের এক অনবদ্য দলিল। বইটিতে আছে উনিশ শতকের ষোল সাল থেকে ঊনষাট সাল পর্যন্ত ককেশাস প্রান্তরে-কন্দরে, পাহাড়ের শীর্ষে-পাদদেশে, ঘন জংগলের আড়ালে পর্বতমালার বাঁকে বাঁকে এক লড়াকু সৈনিকের সুউচ্চ হিম্মতের স্বর্নালী ইতিহাস। যে ইতিহাস পড়ে আজও শিহরিত হয় মুমিনের তনুমন।
আমাদের অনেকেই ইমাম শামিল সম্পর্কে জানি না। ইমাম শামিলের সংগ্রামী জীবন সম্পর্কে জানতে, কাফকাজের সৌন্দর্য্য আহরণ করতে পড়তে পারেন ড. মিসকিন হেজাযী রচিত বইটি। রচনার অসাধারণ বাচনভঙ্গি ও সরল অনুবাদ পাঠককে মোহিত করবে বইটি।
Leave a comment