বইয়ের নাম ~ ইনিগমা।
লেখক ~ তাকরীম ফুয়াদ।
প্রকাশনী ~ ঈহা প্রকাশ।
কাজীদা বাদে আর কোনও বাংলাদেশী লেখকের থ্রিলার আমার পড়া হয়নি, বিদেশি বই আর অনুবাদই সচারাচর পড়া হয়। ইনিগমা বইটা অনেক দ্বিধা ছিলো মনে, কেনোনা থ্রিলারে যদি থ্রিলটাই না থাকে তবে পুরো মনটা তেতো হয়ে যায়।
ইনিগমা গতানুগতিক ধারার বাইরের একটা থ্রিলার। এটাতে মারদাঙ্গা টাইপ আমেজটা কম, কিন্তু পুরো বইটাই একটা উত্তেজনা। লেখক এখানে একক কোনও গুপ্তচরকে হাইলাইট করেননি, বরং একা একজন গুপ্তচরের বদলে, একটি ঘটনার পেছনে আরও কতো মানুষের অবদান থাকে সেটি তুলে ধরার চেষ্টা করেছেন।
একজন গুপ্তচর একাই দেশকে রক্ষা করছে, একা শত্রুকে মোকাবিলা করছে, এমন এক্সপেকটেশন নিয়ে বইটা পড়া ঠিক হবে না। বরং কিভাবে কয়েকজন ভিন্ন মানুষের জীবন ও গল্প থেকে একটি গল্প হয় তারই পূর্নাঙ্গ রূপ ইনিগমা।
আমাদের সাহিত্যে থ্রিলার ঘরনার মৌলিক লেখা বর্তমানে দিন দিন বাড়ছেই। মৌলিক থ্রিলার হিসেবে বইটা বেশ ভালো।
সুন্দর, সাবলীল একটা গল্প, পড়ে পাঠক মোটেই হতাশ হবে না।
রেটিং -৪/৫
লেখা – তানভীন নাহার শ্রাবনী।
পড়ার জন্য ধন্যবাদ 🧡
Leave a comment