- বইঃ ইসলামি ব্যাংকব্যবস্থার শুভংকরের ফাঁকি
- লেখকঃ মোহাইমিন পাটোয়ারী
- প্রকাশনঃ ঐতিহ্য
- মুদ্রিত মূল্যঃ ২২০
লেখক কে নিয়ে কিছু কথাঃ
বইয়ের নামকরণঃ
ভাষাশৈলীঃ
বিষয়বস্তুঃ
সংক্ষিপ্ত আকারে বইটিঃ
লেখক বইয়ের প্রথমেই ইসলামি ব্যাংকের ইতিহাস তুলে ধরেছেন। কীভাবে কালের বর্ধমানে বিশ্বব্যাপি ছড়িয়ে পড়েছে। তিনি দেখিয়েছেন মুসলিম বিশ্বে যখন ব্যাংক গড়ে উঠে নি তখনও মুসলিমদের আর্থিক অবস্থা অন্যান্যদের থেকে ভালো ছিলো। তিনি বলেছেন ইসলামি ব্যাংক মানেই ইসলামের উন্নতি নয় বরং প্রচলিত বানিজ্যিক ব্যাংকের মতোই এটাও একটা সুদি কারবার। ইসলামি ব্যাংক যখন কেন্দ্রীয় ব্যাংকের অধীনে এবং নিজস্ব তারল্য সংরক্ষণে ও ব্যাংকের প্রয়োজনে নিজেই সুদে ঋন নিয়ে থাকেন তাহলে এটা কীভাবে সুদমুক্ত হয়। ব্যাংক যেহেতু একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রাহককে প্রদান করে পরবতী তে দ্বিগুণ ভাবে ফেরত নেন এবং ঝুঁকি বহন করে না সেহেতু এই লেনদেন গুলো সুদি ব্যাংকের মধ্যেই পরে।
Leave a comment