বই—উজালার নির্জলা দিনে
লেখিকা—মোর্শেদা হোসেন রুবি
একটা সন্তানের জীবন কেমন হবে আর কোন গতিতে,কোন দিকে আগাবে তা সবচেয়ে বেশি নির্ভর করে তার মায়ের উপর। আর সে মা যদি হয় খাপছাড়া ভুল পথে যেতে সাহায্য কারি এমনকি অনুপ্রেরণা কারি তাহলে সে সন্তানের অধপতন যেমন হবে সাথে জীবন ও হয়ে উঠবে বিষাদময়।
মধ্যেবিত্ত পরিবারের তেমনই এক সন্তান উজালা যে ছোটবেলা থেকেই মায়ের আশকারা পেয়েছে,ঠিক ভুল বোঝানোর মতো কাউকে পায় নি।সো কল্ড স্বাধীনতায় বিশ্বাসি হলেও ছিল নরম কোমল একটা আবেগপ্রবন মন।তাকে কেন্দ্র করেই পুরো ঘটনাটা।হঠাৎ করেই তার জীবনে এসেছিল তনয় নামের এক ছেলে সেখান থেকেই মূল কাহিনী শুরু।ভালোবাসার জালে ফেলে ঠকানো।তারপর নানা ঝোট ঝামেলা পোহাতে হয় জীবনের আর এই ঝামেলার কেন্দ্রে তার মা ই সবচেয়ে বেশি দায়ী থাকে।
এরপর উজালার নির্জলা দিনে এক পশলা বৃষ্টি হয়ে আসে ইফতি যেমন স্বপ্ন সে দেখত জীবনসঙ্গি হিসেবে,তার স্বাপ্নিল পুরুষ।
বিঃদ্রঃ আরও বিস্তারিত বলতে পারতাম তবে এতে উপন্যাস পড়ার মজা চলে যেত।তাই যতটুকু সম্ভব কমিয়ে উপস্থাপন করেছি।
Own pic~~~
Leave a comment