বইঃ উনিশ বসন্ত
লেখকঃ জান্নাতুল নাঈম প্রীতি
বইটা নিয়ে যে অভিযোগ শুনেছি তার মধ্যে অন্যতম হলো – এত অল্প বয়সেই আত্মজীবনী লেখা! বইটাকে আমার ঠিক সেই অর্থে আত্মজীবনী মনে হয়নি। প্রীতি তাঁর জীবনের টুকরো টুকরো স্মৃতি লিখেছেন, যা তাঁকে প্রভাবিত করেছে এবং তা ঠিক আত্মজীবনীর ফরম্যাটে নয়। প্রতিটি অধ্যায়ের একটি করে শিরোনাম রয়েছে, তার ভিতরের গল্পটা কোনোভাবেই ক্রনিকল নয়।
সবচেয়ে যেটা ভালো লেগেছে তা হলো অনেক কিছুতেই আবেগ বর্জন করে ঘটনার বর্ণনা করতে পেরেছে, যদিও পুরো বইয়েই তাঁর আবেগ খুবই স্পষ্ট।
রিভিউ লেখীকা :Sumaya Akther
Leave a comment