মহান আল্লাহ রাব্বুল আলামীন পৃথিবীর আয়তনকে জীবনধারণের উপযোগী করে তোলার জন্য সমান করে তৈরি করেছেন। যদি পৃথিবীর আয়তন কিছুটা কম হত, তবে এটি এর বর্তমান বায়ুমণ্ডলকে ধরে রাখতে পারত না। কারণ, এর অভিকর্ষিয শক্তি গ্যাসকে ধরে রাখার ক্ষেত্রে যথেষ্ট হত না। আল্লাহ তাআলা কতই-না
সূক্ষ্মদর্শী, কতই-না সুনিপুণ কারিগর, যিনি পৃথিবীকে এত সূক্ষ্ম পরিমাপ দিয়ে সৃষ্টি করেছেন। যদি তিনি পৃথিবীকে ওজন না দিতেন, তা হলে পৃথিবীতে যে অভিকর্ষ শক্তি ও গ্যাস রয়েছে, জমিনের জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়ত। আবার যদি এর ভর কিছুটা বেশি হত, তবে এর শক্তিশালী অভিকর্ষিয় আকর্ষণ-শক্তির দ্বারা এটি বেশি পরিমাণ গ্যাস (ক্ষতিকর গ্যাস) বায়ুমণ্ডলে ধারণ করত। পৃথিবীর আকৃতি এবং অভ্যন্তরের পদার্থ-সমূহের ওপরও প্রাণীকুলের অস্তিত্ব নির্ভরশীল।
এগুলো যদি এক বিন্দু এদিক-সেদিক হত, তা হলে কোনোভাবেই পৃথিবীতে কোনো প্রাণীকুলের আবির্ভাব ঘটত না।
বইঃ কে তিনি
প্রকাশনিঃ প্রয়াস পাবলিকেশন
Leave a comment