ঢাকা বাতিঘর নিয়ে বেশ প্রশ্ন দেখলাম। আসলে হয়ত এখনও অনেকের যাওয়ার সুযোগ হয়নি তাই প্রশ্ন আসতেই পারে। এটা আসলে আসবেই। কারণ আমরা অনেকেই দেখি সেখানে গিয়ে সবাই ছবি তোলে বই পড়ে৷ তো কিভাবে বই পড়া যায়৷
আসলে বাতিঘর মুলত বুকশপ এবং প্রকাশনী দুটোই৷ এখন প্রশ্ন হচ্ছে ওখানে গিয়ে বই পড়া যায় নাকি যায় না।
হ্যা, আপনি ওখানে গিয়ে বই পড়তে পারবেন। এখানে আপনার সদস্য হতে হবে না। জাস্ট গিয়ে আপনার পছন্দ মতো বই নিয়ে বসে পড়া শুরু করবেন। চাইলে আপনি চা কফি খেতে পারেন৷ সেই ব্যবস্থা আছে৷ তবে সাবধানে বইয়ের ক্ষতি না করে খেলেই হবে।
এখন প্রশ্ন এটি কোথায়।
সোজা বাংলায় বলতে গেলে এটি বাংলামোটর এ অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রের ৭ তম তলায়৷ আপনি যেকোনো জায়গা থেকে বাংলামোটর আসলেই হবে। যে কাউকে জিজ্ঞেস করলেই লোকেশন পাবেন।
এছাড়া শাহাবাগে আজিজ মার্কেটে একটা শাখা রয়েছে। যদিও আমি এখনও আজিজের শাখায় যাইনি৷ তাই এই শাখা সম্পর্কে বলতে পারছি না৷
গুগল ম্যাপঃ বাতিঘর ঢাকা
https://maps.app.goo.gl/VraohAHPmKDfyJh49
-Arif Raihan Opu
Leave a comment