তাদাব্বুরে কুরআন : লেখক : শাইখ আদিল মুহাম্মাদ খলিল

  • বই : তাদাব্বুরে কুরআন (কুরআন বোঝার রাজপথে আপনার প্রথম স্বপ্নযাত্রা)
    লেখক : শাইখ আদিল মুহাম্মাদ খলিল
    প্রকাশক : রুহামা পাবলিকেশন
    অনুবাদক : ইফতেখার সিফাত
    পৃষ্ঠা সংখ্যা : ৫২০
    মুদ্রিত মূল্য : ৭০৭৳
    প্রথম প্রকাশ : জানুয়ারী ২০২২
    বাঁধাই : হার্ডকভার
    রিভিউ লিখেছেন 💕 আয়েশা সিদ্দিকা

শুরু কথাঃ
‘তাদাব্বুরে কুরআন’
‘কুরআন বোঝার রাজপথে আপনার প্রথম স্বপ্নযাত্রা’

আমরা সবাই কম-বেশি তিলাওয়াত করি, কিন্তু কুরআনের সঙ্গে আমাদের বন্ধনটা কেমন যেন প্রাণহীন থেকে যায়। ১১৪টি সুরায় বিন্যস্ত ৩০ পারা কুরআনকে আমাদের কাছে অধরা রহস্যই মনে হয়। কিন্তু কেন? কখনো ভেবে দেখেছেন, কেন এমন হয়?

আমরা সবাই কম-বেশি তিলাওয়াত করি; কিন্তু আমাদের অধিকাংশ তিলাওয়াতই হয় প্রাণহীন। তাই কুরআন আমাদের অনুভূতিতে নাড়া দেয় না, আমাদের মনোজগতে সাড়া ফেলে না, আমাদের হৃদয়ে হিদায়তের নুর সৃষ্টি করে না। কিন্তু কেন? কখনো ভেবে দেখেছেন, কেন এমন হয়।তাদাব্বুর ও ফাহমের জন্য এমন হয়।

সেদিক থেকে কুরআনের ফাহম ও তাদাব্বুর নিয়ে শাইখ আদিল মুহাম্মাদ খলিল রচিত, ইফতেখার সিফাত অনূদিত রুহামা পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ❝তাদাব্বুরে কুরআন❞ নামক অনবদ্য বইটি।

 

📔বই সম্পর্কে কিছু তথ্যঃ

৫২০ পৃষ্টার ৩০ পারা কুরআনের ১১৪টি সূরা নিয়েই বইটি রচিত অর্থাৎ সম্পুর্ণ কুরআনের ফাহম ও তাদাব্বুর।

মূল পাঠে যাওয়ার আগে এবং পরের বিষয় নিয়ে মোট ১২৩ পাঠে সাবলীলভাবে সাজানো হয়েছে বইটি।

লেখক বলেন, আমি বইটিতে প্রতিটি সূরাকে আটটি ভাগে আলোচনা করেছি। যথাঃ

1️⃣সূরাটির আয়াত সংখ্যা এবং এটি মাক্কি নাকি মাদানী যাতে করে সূরার আকার সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

2️⃣সূরার নাম।

3️⃣সূরার নামকরনের কারণ।

4️⃣সূরার ফজিলত এবং গুরুত্ব অর্থাৎ কেন আপনাকে সূরাটি পড়তে হবে।

5️⃣সূরার শুরুর সাথে শেষের মিল।

6️⃣সূরাটির কেন্দ্রীয় বিষয়বস্তু, যেটিকে ঘিরে পুরো সূরাটির আলোচনা আবর্তিত হয়েছে।

7️⃣সূরাটির আয়াত নাম্বার উল্লেখ করে সূরাটির আলোচ্য বিষয়াদির ধারাবাহিক বিবরণ।

8️⃣সূরাটি সম্পর্কে বিচিত্র সব তথ্য, তত্ত্ব, বিভিন্ন আয়াতের তাদাব্বুর, সুক্ষ্ম পর্যবেক্ষণ, শিক্ষা ও উপদেশ ইত্যাদি।

 

📗বইটি পড়ে আমার অভিমতঃ

মূল বিষয়বস্তুতে প্রবেশের আগে বরেণ্য কয়েকজন আলিমের দু’য়া এবং অভিমত সংযোজন করা হয়েছে, যাদের অভিমতের কাছে আমার অভিমত নিতান্তই নস্যি। তাদের অভিমতের রেশ ধরেই বলতে চাই বইটি তাদাব্বুরে কুরআনের প্রাথমিক ছাত্রদের জন্য অত্যন্ত উপকারী এবং উচ্চ স্তরের শিক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে ইন শা আল্লাহ।

বইটির আলোচনা অত্যন্ত সাবলীল এবং সারগর্ভ। কুরআনের কোনো সূরা তিলাওয়াত করার আগে যদি এই বই থেকে উক্ত সূরার ৮টি পাঠ পড়ে নেওয়া যায় ইন শা আল্লাহ পাঠকের তিলাওয়াতকালে সূরাটির আদ্যোপান্ত অনেকটাই তার মানসপটে ভেসে উঠবে৷

কুরআন বুঝতে চায় এমন সকল পাঠকের জন্য এটি হবে জ্ঞানের এক অসীম ভান্ডার। প্রতিটি মুসলমানের জন্যই বইটি খুব জরুরি।

পরিশেষে বলবো,

প্রিয় পাঠক! তাদাব্বুরে কুরআন এর হাত ধরে কুরআন বোঝার রাজপথে আপনার প্রথম স্বপ্নযাত্রা বরকতময় হোক।

Leave a Reply 0

Your email address will not be published. Required fields are marked *