অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকার
এক অবিরাম প্রচেষ্টা নিয়ে
আধঘুমে উঠে গিয়ে দাঁড়িয়ে ছিলাম শেষ প্রান্তরে।
পরিশেষে ইচ্ছা পূরণের তীব্র আকাঙ্খার সমাপ্তি ঘটলেও
তা ছিল ক্ষণিকের।
তবুও অল্পতেই তুষ্ট হয়ে, গন্তব্যে না যাওয়ার বাসনাকে বির্সজন দিয়ে ফিরে আসলাম নিজ ঠিকানায়
এক অপরিসীম ভালোবাসা আর বিশ্বাসকে সঙ্গী করে।
কবিতা আজ আমার ১ বছর হয়েই গেলো
তবুও যেন সে ঠিক আগের মতো রয়েই গেলো।
অনেক দিনতো তোমাকে দেখি না,
তোমাকে না দেখে আমার সে একদিনও প্রায়
বছর ছ-মাসের সমান হয়ে দাঁড়ায় ।
তাই পরিশেষে বলি কি জানো?
তোমাকে দেখার জন্যেই, আবার সে একসাথে সারাটা
জীবন হাতে হাত রেখে থাকার জন্যেই
আমাদের পুনঃজন্ম হোক।
সমুদ্র দাশ
ভলান্টিয়ার কন্টেন্ট রাইটার
রাইটার্স ক্লাব বিডি
Leave a comment