ধার্মিক স্ত্রী না থাকার কুফল
দুনিয়া ও আখিরাতে সাফল্য লাভে সাহায্যকারী স্ত্রী হলো পুরুষের জন্য আশ্রয়। যার এরকম স্ত্রী নেই, সে শীতল ও ঝড়ো রাতে একাকী হারিয়ে যাওয়া ভেড়ার মতোই অসহায়। বাহ্যিকভাবে দেখা যাবে সে ঠিকই পরিবার ও সন্তান সামলাচ্ছে। কিন্তু সুখ, কর্মোদ্যম ও সাফল্যস্পৃহা পাওয়া যাবে না তার মাঝে।
আমরা বলছি না যে, পুরুষের সাফল্য শুধুই ভালো সঙ্গিনী পাওয়ার ওপর নির্ভরশীল। কিন্তু সেরকম সঙ্গী পেলে যে সাফল্য প্রায় নিশ্চিত, এটা অস্বীকার করার জো নেই। ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া মহৎ মানুষদের জীবনী দেখুন। তাঁদের বেশিরভাগই সফল হয়েছেন পাশে থাকা নারীর প্রেরণায়। স্ত্রীর কাছ থেকে শুধু মানসিক চাপ আর ঝগড়াঝাটি উপহার পেলে জীবনেও সফল হতেন না তাঁরা। ঘরের ভেতরেই যদি শত্রু থাকে, তাহলে জীবনের প্রতি বিতৃষ্ণা চলে আসা ছাড়া উপায় নেই।
বিবাহের ব্যাপারে ইসলাম কী পরিমাণ গুরুত্ব দিয়েছে, তা তো বলাই বাহুল্য। তবু অসৎসঙ্গের চেয়ে একাকীত্ব ভালো। ধৈর্য-প্রজ্ঞা-কৃতজ্ঞতার অন্তত মৌলিক বুঝটুকু আছে, এরকম মেয়ে পাওয়ার আগ পর্যন্ত অবিবাহিত থাকাই উত্তম। অবিবাহিত যুবকদের প্রতি এটিই আমাদের পরামর্শ।
——-
বই : পুরুষোত্তম (ইসলামের আলোকে মুসলিম পুরুষের বৈশিষ্ট্য)
মূল : তাইমুল্লাহ আব্দুর রহমান
অনুবাদ : আশিক আরমান নিলয়
সম্পাদনা : সিফাত-ঈ-মুহাম্মদ
পৃষ্ঠা : ১১২
মুদ্রিত মূল্য : ১৬৭ টাকা
সীরাত পাবলিকেশন
পুরুষোত্তম – তাইমুল্লাহ আব্দুর রহমান

Leave a comment