প্রভুর ডাকে সাড়া দাও – পাঠক অনুভূতি ! লেখক : শাইখ সালিহ আল মুনাজ্জিন

 

প্রায় অনেক মানুষ হতাশা এবং নিরাশায় ভুগে এবং নিরাশায় ভুগতে ভুগতে বেছে নেয় আত্মহত্যার পথ

অথচ মহামহিন রবের ঘোষণা দেন যে____ ‘ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়োনা।'[সুরা জুমার,আয়াত:৫৩।]

 

দোয়া ইবাদতের মূল। দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে; কেননা দোয়ার অর্থ হচ্ছে চাওয়া। আল্লাহর কাছে যে বান্দা যত বেশি চাইবে,আল্লাহ পাক তার প্রতি তত বেশি খুশি হন;

পৃথিবীর নেজাম হলো,কেউ কারো নিকট কোনো কিছু চাইলে সে বিরক্তিবোধ করে,কিন্তু আল্লাহ পাকের ক্ষেত্রে বিষয়টি সম্পুর্ন ভিন্ন। তিনি পবিত্র কালামে ইরশাদ করেছেন __

 

‘আর যখন আমার বান্দারা আপনাকে আমার সম্বন্ধে জিজ্ঞেসা করে তখন ( আপনি বলুন) ‘ আমি তো তোমাদের কাছেই আছি।আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি,যখন সে আমার কাছে প্রার্থনা করে।’

 

হাদিসের বানী____

 

‘সেজদার সময় বান্দা মহান আল্লাহর সর্বাধিক নৈকট্য লাভ করে।কাজেই এসময় তোমরা অধিক পরিমাণে দোয়া করো।’

 

কেউ আল্লাহর কাছে দোয়া করলে তিনি তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।

 

বইটির একটি বিশেষ দিক হলো,এখানে প্রতিটি দোয়া ও জিকির প্রেক্ষাপট সহকারে অনুবাদ করা হয়েছে।

দোয়ার মর্মকথা ও প্রকারভেদ, দোয়ার মাহাত্ম্য, দোয়া কবুলের সময়,স্হান,শর্ত ও দোয়া কবুল না হওয়ার কারন ইত্যাদি সম্পর্কে সুন্দর ভাবে আলোকপাত করা হয়েছে

 

বই: প্রভুর ডাকে সাড়া দাও

লেখক : শাইখ সালিহ আল মুনাজ্জিন,সাইদ ইবনু আলি আল কাহতানি

অনুবাদ: আব্দুল আহাদ তাওহীদ

প্রকাশনায়: আয়ান প্রকাশন

প্রচ্ছদ মূল্য : ৩২০ টাকা

Leave a Reply 0

Your email address will not be published. Required fields are marked *