মেয়ে মানুষ ভালোবাসা, সৌন্দর্য আর অনুভূতিকে পরম যত্নে আগলে রাখে। সৃষ্টিগুনেই রোমান্টিক হয়ে থাকে নারীরা। নিবিড়চিত্তে তার ভালোবাসা শোনার মত
একটা শ্রবণেন্দ্রিয় এরা সবসময় খুঁজে বেড়ায়।
নারীরা হৃদয়ের উত্তাপ অনুধাবন করার মত একটা হৃদয় পেতে চায়— যেটা ভালোবাসার দেয়াল তুলে তার সামগ্রিক অনুভূতিকে ঘিরে রাখবে। চায় একটা মজবুত পেশীধর হাতে মাথা রাখতে, যা শত বিপদেও অলঙ্ঘণীয় ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে।
নারীমন সবসময় চায় — কেউ যেন তার অব্যক্ত কথা বলার আগে বুঝে নিক। প্রয়োজনগুলো বলার আগেই শুনে নিক। নারীরা এমন একটা প্রশস্ত বক্ষ কামনা করে, যেটা হবে তার অভয়ারন্য, নিরাপদ আলয়। কেবল নিজের পৌরুষ আর মুরুব্বিয়ানা চর্চা করা কোনো পুরুষকে তারা বড্ড ভয় পায়।
—- মখমলী ভালোবাসা
Leave a comment