বুক রিভিউঃ-
বইঃ- মরে যায় নক্ষত্রেরা
লেখকঃ- জাবেদ রাসিন
প্রচ্ছদঃ- আদনান আহমেদ রিজন
জনরাঃ- হরর/থ্রিলার/মিস্ট্রি
প্রকাশনীঃ- ঈহা প্রকাশ
প্রথম প্রকাশঃ- মার্চ, ২০২১
মুল্যঃ- ৩০০টাকা
পৃষ্ঠা সংখ্যাঃ- ১৪৩
ব্যাক্তিগত মতামতঃ-
পড়েছি লেখক জাবেদ রাসিন এর লেখা বই ❝মরে যায় নক্ষত্রেরা❞। বইটি প্রকাশীত হওয়ার পর থেকেই পড়ার ইচ্ছে ছিলো, কিন্তু নানা ব্যাস্ততায় পড়া হয়নি। এইবার তাই সময় সুযোগ মতো সংগ্রহ করে পড়া হয়েছে। বইটিকে হরর হিসেবে পরিচিত করা হলেও পড়া শুরু করার সময় মনে হবে একেবারে সাদামাটা একটি গল্প এগোচ্ছে। পারিবারিক বিভিন্ন সমস্যা সহ আরো নানান দিক থেকে শুরু হয় গল্পটি, কিন্তু এর পরেও পড়া না থামানোর পেছনে যেই কারন বেশি ছিলো সেটি হলো লেখকের ঝরঝরে লেখা। একবারের জন্যেও মনে হয়নি গল্প স্লো হয়ে যাচ্ছে বা আসল কাহিনি আসতে সময় নিচ্ছে। লেখক তার লেখায় যেভাবে পরিপার্শিক দিকগুলো বর্ণনা করছিলেন মনে হচ্ছিলো যেন ঘটনাস্থলে নিজেই আছি। হরর দিকগুলোকে খুব সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে, কিছুদুর যাওয়ার পর একে একে সকল ঘটনা যখন ঘটতে শুরু করে তখন আর বই হাত থেকে রাখার সুযোগ হয়নি। পড়েই গিয়েছি শুধু। খুব আহামরি কিছু না হলেও সাধারণ এবং উপভোগ্য একটি বই ছিলো ❝মরে যায় নক্ষত্রেরা❞। আর হে, বইএর কবিতাটি খুবই ভালো লেগেছে। আগ্রহীরা পড়ে দেখতে পারেন, আশাকরি ভালো লাগবে।🥰
Leave a comment