বইঃ সাদা প্রাইভেট
লেখকঃ ইশতিয়াক আহমেদ
বইটা পড়েছিলাম ২০ এর শুরুতে, হঠাৎ মনে পড়লো তাই লিখে ফেললাম, গতকাল একটা হাসপাতালের পাশে দাড়িয়ে ছিলাম,হঠাৎ একটা সাদা প্রাইভেটকার এসে থামলো, হসপিটালের ভিতর থেকে দু’জন লোক আসতে আসতে বললো বজলুল স্যার এসেছে। ঠিক তখনই মনে পড়লো “সাদা প্রাইভেট” বইটার কথা। বাসায় এসে আর দেরি না করে বইটা হাতে নিয়ে বসলাম।
সাদা মাটা একটা কাহিনীকে লেখক খুব সুন্দর ও সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছে। বজলুল সাহেবের অফিস থেকে একটা গাড়ি প্রাপ্তির বেদনামিশ্রিত এক গল্প। তিনি একজন ড্রাইভারও রেখেন। বজলুল সাহেব ও তার ড্রাইভারের উপর ভিত্তি করেই গল্পটি এগোতে থাকে। আরও অনেক চরিত্র আছে (মা, মেয়ে, ছেলে, প্রতিবেশী, অফিস- কর্মচারী) ইত্যাদি।
বলতে গেলে বইটা পুরাই সেন্স অফ হিউমারে আচ্ছাদিত একটা বই। আর উপস্থাপন গুলো আসলেই অসম্ভব সুন্দর। ভিতরের মন্তব্যগুলো আপনাকে মুগ্ধ করবে। (কয়েকটা লিখলাম)
** পৃথিবীতে মিনারেল ওয়াটারের চেয়ে বেশি ব্যবসায় হয় চোখের পানিতে।
** আগ্রহ এমন এক জিনিস সেটাকে নিজের সীমার চেয়ে বেশী গুরুত্ব দিলে তা মানুষকে অনেক সস্তা বানিয়ে ফেলে।
**দুনিয়াটা আসলে মশার কয়েলের মত গোল। ঘোরে আর পোড়ে।
** প্রেমের মৃত্যু হলে সেটা আবার হয়ত নতুন জীবন নিয়ে আসতে পারে। মায়ার মৃত্যু হলেও সেটা নতুন করে মায়ার জন্ম দিতে পারে। কিন্তু আগ্রহের মৃত্যু ভয়ংকর। সে মৃত্যু একবার ঘটে গেলে ফেরানো কঠিন।
আচ্ছা, সাদা প্রাইভেট কি আসলেই এসেছিলো বজলুল সাহেবের মৃত্যুর পর কফিন নিয়ে যাওয়ার সময়??
বিঃদ্রঃ এটি রিভিউ নাহ,কিছু অংশ বলেছি আপনাকে পড়ার জন্য অনুপ্রাণিত করতে। ধন্যবাদ ❣️
Leave a comment