মাগফিরাতের পথ ও পাথেয় : আসবাবুল মাগফিরাহ

মাগফিরাতের টিকেট “তাওহীদ”

আল্লাহ তাআলা বলেন:-

اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰلِكَ لِمَنْ يَّشَآءُ ۚ وَمَنْ يُّشْرِكْ بِا للّٰهِ فَقَدِ افْتَرٰۤى اِثْمًا عَظِيْمًا

“নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শরীক করা ক্ষমা করবেন না। এটা ছাড়া অন্য সব যাকে ইচ্ছে মাফ করবেন এবং যে আল্লাহর সাথে শরীক করল, সে এক মহা অপবাদ আরোপ করল।” (সূরা নিসা -৪৪)

কী বুঝলেন? ইস্তেগফার করতে করতে মুখে ফেনা উঠালেও কাজ হবে না। লাগবে তাওহীদের প্রতি দৃঢ় বিশ্বাস। যদি তাওহীদের উপর ইয়াকিন থাকে, আল্লাহ যাকে খুশী তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ এবং সে চিরস্থায়ী জাহান্নামী হবেন না।

একই সাথে আমাদের জানতে হবে তওবা ও ইস্তেগফারের সুকৌশল তথা তওবা ও ইস্তিগফারের বিধান।

আমাদের কখন তওবা করতে হবে, কখন ইস্তিগফার করতে হবে, দুটোই কখন একসাথে করতে হবে, কেমন হতে হবে আমাদের তওবা, আমাদের দৈনিক কতবার ইস্তেগফার করা উচিত ইত্যাদির বিধান নিয়ে আলোচনা করা হয়েছে বইটিতে।

📘 বই পরিচিতি :-

বই : মাগফিরাতের পথ ও পাথেয়
মূলগ্রন্থ : আসবাবুল মাগফিরাহ
রচনা : ইবনু রজব হাম্বলি রহ.
অনুবাদক : আহমাদ ইউসুফ শরীফ
পৃষ্ঠা : ৬৪
মূল্য : ৮০ টাকা।
প্রকাশনী : শব্দতরু

Leave a Reply 0

Your email address will not be published. Required fields are marked *