লেজেন্ড : ম্যারি লু | Legend : Mary Lou

নাম : লেজেন্ড
লেখক : ম্যারি লু
অনুবাদ : এম এস আই সোহান, আমিরুল আবেদীন আকাশ
প্রকাশনী : ভূমিপ্রকাশ
পৃষ্ঠা সংখ্যা : ২০৮
মুদ্রিত মূল্য : ৩১০/-

একসময়ের ওয়েস্টার্ন ইউনাইটেড ন্যাশন যা বর্তমানে রিপাবলিক, তাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে যুদ্ধরত বহু বছর ধরেই। রিপাবলিকের ধনী অঞ্চলের এক ধনী পরিবারের সন্তান পনেরো বছরের জুন। রিপাবলিকের প্রডিজি খ্যাত জুন অল্প বয়সেই মিলিটারিতে যোগ দেয়।

অন্যদিকে রিপাবলিকের বস্তিতে বেড়ে ওঠা ডে, রাষ্ট্রের সবচেয়ে বড়ো ক্রিমিনাল। দুটো ভিন্ন জগতের মানুষের দেখা হওয়ার কোনো কথা ছিল না। কিন্তু জুনের ভাই ক্যাপ্টেন মেটিয়াসের হত্যার পর সকল সন্দেহের তীর তাক হয় ডে’র ওপর। তারপর… 
শুরু হয় দুজনের মধ্যকার শত্রু শত্রু খেলা। একদিকে ডে তার পরিবারকে বাঁচানোর জন্য জান বাজি রেখে যুদ্ধ করে যাচ্ছে, আর ওদিকে জুন ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। জিতবে কে?
এই সাধারণ লাড়াইয়ের মাঝেই হঠাৎ এমন এক ঘটনা ঘটে, যা দুজনের সাক্ষাতের উদ্দেশ্যের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেয়। এমন এক ঘটনা যা রিপাবলিক লুকিয়ে রেখেছে বহুদিন ধরে। যে-কারণে রাষ্ট্রের সকল মানুষকে বলি দিতেও তারা পিছপা হবে না। কী সে লুকায়িত রহস্য? কেনইবা রাখা হয়েছে লোকচক্ষুর আড়ালে?
-Rafia Rahman 
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?