সম্পর্কের আত্মকহন – নাহিদ হাসান | Somporker Attokahon – Nahid Hasan

বইঃ- সম্পর্কের আত্মকহন
লেখকঃ- নাহিদ হাসান
বইয়ের বিষয় – মানসিক স্বাস্থ্য
প্রকাশনীঃ- দুয়ার প্রকাশনী
প্রথম প্রকাশঃ- জুলাই, ২০২২
মূল্যঃ-১৫০টাকা

ব্যক্তিগত মতামতঃ- নাহিদ হাসানের বই ❝সম্পর্কের আত্মকহন❞। ফেসবুক থেকে বই এর কিছু বাক্য এবং বই এর প্রথম পৃষ্ঠায় থাকা “পৃথিবীর প্রতিটি মানুষই তার প্রিয়জনের জন্য মানসিক ডাক্তার” এই লেখা পড়েই লেখকের বইটি পড়ার আগ্রহ জন্মেছে, যার ফলশ্রুতিতে ❝ সম্পর্কের আত্মকহন ❞ পড়ে মাত্রই শেষ করেছি৷ এটি মূলত একটি প্রবন্ধের বই যার প্রথম দিকে মানুষের বিভিন্ন সমস্যা যেমন- আমরা আমাদের শারীরিক দুরবস্থার প্রতি বেশ সজাগ হলেও মানসিক দুরবস্থা কে হাসির ছলে এড়িয়ে যায় কিন্তু এই সমস্যা গুলোর শেষ পরিণতি হতে পারে মৃত্যু। তাই মানসিক দুরবস্থা থেকে বের হয়ে কিভাবে একটা সুন্দর জীবন উপভোগ করা যায় সেই বিষয়টি খুব সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে বইটিতে। বইটি পড়ে মুগ্ধ হয়েছি। মানসিক স্বাস্থ্যের উপর অসাধারণ একটি বই। সাথে মানুষের জীবনের বিভিন্ন আনন্দ ও দুঃখের বিষয় উঠে এসেছে গল্প আকারে যা সময় সময় চোখের কোণে অশ্রুকণা আবার কখনো ঠোটে এক নিমিষেই হাসি ফুটিয়ে তুলেছে । বইটি পড়তে গিয়ে একবারের জন্যেও ছেড়ে যাবার ইচ্ছা হয়নি বরং যত দূর পড়েছি বাকিটা পড়ার জন্য আকাঙ্খা সৃষ্টি হয়েছে। ছোট পরিসরে অসাধারণ কাজ দেখিয়েছেন নাহিদ হাসান। যারা মানসিক স্বাস্থ্য, জীবনের সুখ, দুঃখ , বাস্তবিক কাহিনী ও তার সমাধান পছন্দ করেন তারা পড়ে দেখতে পারেন। আশাকরি ভালো লাগবে।
_Nahid Hassan

Leave a Reply 0

Your email address will not be published. Required fields are marked *