যে খলিফাকে নিয়ে আছে হাজার রকমের কেচ্ছা-কাহিনি আমরা কি জানি তিনি কে?
আব্বাসি খলিফাদের মধ্যে যেই খলিফার কথা আমরা সবচেয়ে বেশি শুনেছি তিনি হলেন খলিফা হারুনুর রশিদ। এই খলিফাকে নিয়ে এত বেশি কেচ্ছা কাহিনী সমাজে প্রচলিত যে কোনটা আসল আর কোনটা বানোয়াট—সাধারণ মানুষের জন্য বোঝা মুশকিল।
তার শাসনামল ছিল ইসলামি সভ্যতা-সংস্কৃতির চরম উৎকর্ষের যুগ। জ্ঞান-বিজ্ঞান, ধর্মীয় ও সাংস্কৃতিক সমৃদ্ধি তখন উন্নতি-অগ্রগতির শিখরে পৌঁছেছিল বলে এ সময়টিকে ইসলামের স্বর্ণযুগ বলা হয়। সে সময়ে বাগদাদ হয়ে উঠেছিল জ্ঞান, সংস্কৃতি ও বাণিজ্যের সূতিকাগার। দূর-দূরান্ত থেকে লোকজন জ্ঞান আহরণ ও ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে সেখানে ছুটে যেত।
আলোচ্য গ্রন্থটি এ মহান খলিফার জীবনচরিত নিয়েই রচিত। এর রচয়িতা হলেন আরব বিশ্বের প্রখ্যাত গবেষক ও ইতিহাসবিদ ড. শাওকি আবু খলিল। তিনি বইটিতে নির্ভরযোগ্য সব সূত্র ও গবেষণার আলোকে খলিফা হারুনুর রশিদের জীবনের আদ্যোপান্ত অত্যন্ত সুনিপুণ ও আকর্ষণীয় উপস্থাপনায় তুলে ধরেছেন।
Leave a comment