ঈমানের প্রয়োজনীয়তা ঈমান সবচেয়ে মূল্যবান সম্পদ। ঈমানের বিপরীত কুফর। ঈমান সত্য, কুফর মিথ্যা। ঈমান আলো, কুফর আঁধার। ঈমান জীবন, কুফর মৃত্যু। ঈমান পূর্ণ কল্যাণ আর কুফর পূর্ণ ধ্বংস। ঈমান সরল পথ, আর কুফর ভ্রষ্টতায় ছায়া পথ। আল্লাহ তাআলা তাঁর বান্দাদের যত ...Read more
ঈমানের প্রয়োজনীয়তা ঈমান সবচেয়ে মূল্যবান সম্পদ। ঈমানের বিপরীত কুফর। ঈমান সত্য, কুফর মিথ্যা। ঈমান আলো, কুফর আঁধার। ঈমান জীবন, কুফর মৃত্যু। ঈমান পূর্ণ কল্যাণ আর কুফর পূর্ণ ধ্বংস। ঈমান সরল পথ, আর কুফর ভ্রষ্টতায় ছায়া পথ।
আল্লাহ তাআলা তাঁর বান্দাদের যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমান। ঈমান একজন মুমিনের শ্রেষ্ঠ সম্পদ। এই সম্পদ চুরি করার জন্য মুমিনের চির শত্রু শয়তান সবসময় ওত পেতে অপেক্ষমাণ থাকে। অপরদিকে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের ঈমানের সুশীতল ছায়াতলে আশ্রয় নেওয়ার এবং ঈমানকে আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন; যাতে অভিশপ্ত শয়তান মুমিন বান্দার ঈমান বিনষ্ট করতে সমর্থ না হয়। এই ব্যাপারে আহ্বান করার জন্য, সতর্ক করার জন্য আল্লাহ তাআলা অসংখ্য নবি এবং রাসুল প্রেরণ করেছেন।
আল্লাহ তাআলার বাণী —
ولقد بعثنا في كل أمة رسولًا أن اعبدوا الله واجتنبوا الطاغوت
আর আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসুল প্রেরণ করেছি এই মর্মে নির্দেশ দিয়ে যে, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে পরিহার করো। [সুরা নাহল, আয়াত: ৩৬] সুতরাং যারা নবিদের অনুসরণ করবে—অর্থাৎ এক আল্লাহর দাসত্ব করবে এবং আল্লাহর পথে বাধাদানকারী সকল অপশক্তিকে বর্জন করবে তারাই সৎপথ প্রাপ্ত হবে। আর যারা তাঁদের অনুসরণ করবে না কিংবা অবাধ্যতা বা বিরোধিতা করবে, তারা পথভ্রষ্টতায় নিপতিত হবে।
আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্ণ আনুগত্য না করা এবং তাগুতকে বর্জন না করা কেন্দ্রীক এমন কিছু কাজকর্ম রয়েছে, যা একজন মুমিনের ঈমান ধ্বংস করে দেয় এবং তাকে মুরতাদে পরিণত করে, তথা ইসলাম থেকে খারিজ করে দেয়।
Read less