২০১৩ সালে আমাদের স্কুলে বই মেলা হয়। সেখান থেকে ২টা বই কিনি তার মধ্যে ‘নীলকন্ঠ’ একটা। ছোট থেকেই আমার বইয়ের প্রতি বেশ ঝোক ছিলো। কিন্তু বাসায় তেমন কোনো বই ছিলো না। তাই এক বই দেখা গেছে বেশ কয়েকবার পড়া।হাতে গোনো ৬টা বই ছিল মাত্র। স্কুল বন্ধের সময় অলস দুপুরে যে বই গুলো নিয়ে বসতাম তার মধ্যে এইটা একটা। বইটা পড়ে কি যে কেদেছিলাম। এই বইটা আমার কাছে সবসময় নতুন। যতোই পড়ি তাও বিরক্ত লাগেনা।
এমন কিছু বই সাজেস্ট করুন যা পড়ে বার বার পড়তে ইচ্ছে হয়।
Ji Porece
Ji Porece
See less