আরেকটি চমক। বইটির লেখক ছিলেন মনোবিদ্যার ডাক্তার। সাইকোলজি উচ্চতর পড়াশোনা করেছেন পশ্চিমে। পেশাদার কারণে, মানসিক রোগে আক্রান্ত অনেক ইউরোপীয়ানদের সাথে কথা বলতে হয়েছে তাঁকে। ফলে পশ্চিমা নারীদের হাহাকার তিনি দেখেছেন স্বচক্ষে। সেই অভিজ্ঞতাই তিনি বর্ণনা করেছে নিজের জবানে। মাত্র ২৪ পৃষ্টার এই বইটি আপনাকে অনেক গভীর মেসেজ দিয়ে যাবে। পশ্চিমা নারীদের উশৃঙ্খল জীবন-যাপন সম্বন্ধে জানিয়ে যাবে কিছু কথা। পাশাপাশি ওদের আর্তনাদটুকু আপনাকে বুঝতে শেখাবে।
আসবে সামনের মাসে ইন শা আল্লাহ
পশ্চিমা নারীদের আর্তনাদ
আব্দুল্লাহ আল খাতির
সাবিল পাবলিকেশন
জি পেতে চাই
জি পেতে চাই
See lessPlease Let Us Know Your Opinion About This Article 💕
Please Let Us Know Your Opinion About This Article 💕
See less