সিরাজাম মুনিরা:
সিরাত পড়তে গিয়ে কিছু কিছু ঘটনা আমরা খুব একটা মনোযোগের সাথে পড়ি না। শুধু চোখ বুলিয়েই চলে যাই। আবার কিছু ঘটনা আছে, যেগুলো খুব একটা জনপ্রিয় না; ধারাবাহিক সিরাতের গ্রন্থগুলোতেও পাওয়া যায় না। এমন ঘটনাগুলোকে ‘সিরাজাম মুনির’ বইয়ে উল্লেখ করা হয়েছে।
সাধারণত দেখা যায়, কেউ একটি সিরাতগ্রন্থ পড়েই হাত গুটিয়ে বসে পড়েন। আমাদের বিশ্বাস, ‘সিরাজাম মুনির’ বইটি পাঠকের এই ধারণা ভেঙে দিতে সক্ষম হবে ইনশা আল্লাহ। বইটি পড়ে সিরাত অধ্যয়নের তৃষ্ণা নিবারণ তো হবেই না, উল্টো আরো বেড়ে যাবে এই আমাদের প্রত্যাশা।
মেঘে ঢাকা সুন্নাত:
মাথায় টুপি পরে কি ধোঁকা দিচ্ছেন কাউকে? মুখে দাড়ি রেখে মিথ্যা কথা কি আপনি ছাড়তে পারেননি? জোব্বা ঠিক রেখেই কি কারও খেতের আইল ঠেলছেন নির্বিকার?
যে টুপি, দাড়ি আর জোব্বা পরেছেন সুন্নাত ভেবে, যে আতর-সুরমা ও মেসওয়াক ব্যবহার করেন সুন্নাত বিবেচনায়—সেই আপনি কি ধোঁকা না দেওয়াকে সুন্নাত ভাবছেন না? মিথ্যা না বলাকে কি গণ্য করছেন না সুন্নাত হিসেবে? অন্যায়ভাবে কারও খেতের আইল না ঠেলাই যে রাসুলের আদর্শ ও সুন্নাত, তা কি আপনার অনুভূতিতেই আসে না?
নিজের অজান্তেই আমরা সুন্নাতকে করে ফেলেছি প্রথা। কিছু নির্দিষ্ট বিষয়ে আমরা আবদ্ধ করে ফেলেছি সুন্নাতকে। দেখতে পাওয়া কিছু মাত্র পালনীয় বিষয়কে বানিয়েছি সুন্নাতের গৎবাঁধা সীমানা। রাসুলজীবনের অসংখ্য জীবনময় সুন্নাতকে আমরা ঢেকে ফেলেছি ঘনঘোর মেঘে। ‘মেঘে ঢাকা সুন্নাত’ সেই ভুলে-যাওয়া সুন্নাতের অনুসন্ধান জানাবে। ‘মেঘে ঢাকা সুন্নাত’ কিছু ধ্রুব ও অনিবার্য সুন্নাতের তাত্ত্বিক বিশ্লেষণ।
‘মেঘে ঢাকা সুন্নাত’ মেঘমাখা আকাশের ফাঁক গলে বেরিয়ে আসা জোছনা রাতের উজ্জ্বল চাঁদের মতো আপনাকে পথ দেখাবে। আমাদের প্রাত্যহিক জীবনে যে সুন্নাতগুলো মানা অনিবার্যভাবে প্রয়োজন, অথচ মানি না আমরা, সেগুলোকে চেখে আঙুল দিয়ে দেখাবে আপনাকে। তুলে ধরবে সুন্নাতের গূঢ় ও নববি বিশ্লেষণ। আপনি খুঁজে পাবেন অনেক মেঘে ঢাকা সুন্নাত। জানবেন—রাসুলের জীবনময় কোন সুন্নাতগুলো ছিল অনিবার্য। চিরায়ত সময়ের অনিবার্য পাঠ হওয়ার মতো পাঠ্য ‘মেঘে ঢাকা সুন্নাত’।